![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন সাথী দাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
সাথী দাস ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে (জে.এম. শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাথী দাস বলেন,“গোয়ালন্দ উপজেলার সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ সকল ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু সুরক্ষা এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমি সর্বাত্মক চেষ্টা করব। এই লক্ষ্যে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য তিনি কাজ করবেন।



মন্তব্য