বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
 

রাজবাড়ীতে জন্মান্ধ গফুর মল্লিকের পাশে বিএনপি পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। কিন্তু চূড়ান্তভাবে কাগজ জমা দেওয়ার পর দেখা গেল, বিএনপি যে পাতায় স্বাক্ষর করেছে সেটি নেই—সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, “আমরা সবাই ড. ইউনূসকে সম্মান করি। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বের সরকারে বিএনপি-সহ আন্দোলনরত সব দল সহযোগিতা করেছে। কিন্তু তার গঠিত কমিশনের মধ্যে থেকে এ ধরনের প্রতারণামূলক কাজ হবে—এটা জনগণ কখনো প্রত্যাশা করেনি।”

 

তিনি আরও বলেন, “জাতীয় জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে। এর মধ্যে এমন কিছু ধারা আছে, যা আইনিকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমরা আশা করছি, সরকার, কমিশন ও রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।”

 

শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “বর্তমানে আমরা হয়তো কিছুটা স্বাধীনতা ভোগ করছি, তবে সামগ্রিক স্বাধীনতা নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ওপর। সেই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি বা ইঞ্জিনিয়ারিং হবে কিনা—এ নিয়েই এখন দেশের মানুষের আলোচনা।”

 

রিজভী আরও বলেন, “আমরা বিএনপি পরিবার, যা তারেক রহমান সৃষ্টি করেছেন। সারা দেশে আমরা ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়াচ্ছি। অনলাইনের মাধ্যমে জন্মান্ধ গফুরের কথা জানতে পারেন তারেক রহমান। তার নির্দেশেই আজ আমরা রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের এই পরিবারটির পাশে এসেছি। তারেক রহমান ও তার শাশুড়ির পক্ষ থেকে গফুর মল্লিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে তিনি একটি ঘর তৈরি করে তার ব্যবসা সম্প্রসারিত করতে পারেন।”

 

এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা রাজবাড়ীর জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে যান।

 

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ও সদস্যবৃন্দ, জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পাঁচুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

তারা জন্মান্ধ ও নিঃসন্তান গফুর-নুরজাহান দম্পতির সার্বিক খোঁজখবর নেন এবং ব্যবসা করে জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা তুলে দেন গফুর মল্লিকের হাতে।

 

গফুর মল্লিক বলেন, “আল্লাহ রহমত দিয়েছেন বলেই আজ তারেক জিয়া আমার জন্য টাকা পাঠিয়েছেন। এটা আমার সৌভাগ্য। আমি চাই, ধানের শীষ নিয়ে উনি যেন বিজয়ী হন। আমি গাড়িতে নাড়ু বিক্রি করছিলাম, হয়তো সেই ভিডিও দেখে উনি আমার পাশে দাঁড়িয়েছেন। এই টাকার মধ্যে থেকে ২৫ হাজার টাকা দিয়ে কিছু মালামাল কিনবো, আর দেড় লাখ টাকা জমি রাখবো।”

 

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামের প্রতিবেদনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon