শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
 

কাউখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে  উপজেলা কৃষি অধিদপ্তরে উদ্যোগ কৃষকদের মাঝে বিনামূল্যে   ১ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন।

কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ঃ০০ টায় কৃষি অফিসের সামনে উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  কৃষকদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, সমাজসেবা অফিসার মতিউর রহমান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান,  ২০২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ ডাল, মসুর ডাল, খেসারি, বোরো হাইব্রিড, বোরো উফসি ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার  প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon