![]()
মো :মুন্না শেখ, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন শেখ।
বৃহস্পতিবার রাতে কচুয়া উপজেলার শ্রীরামপুর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জগদ্ধাত্রী পূজার সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।



মন্তব্য