মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
 

রাজবাড়ীতে রূপার গহনা ও মোবাইলসহ পেশাদার চোর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোরাই ১০৪ ভরি রূপার গহনা ও একটি মোবাইল ফোনসহ মো. শিমুল হোসেন (২৬) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর সাভার এলাকা থেকে বালিয়াকান্দি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে একটি মাছের ঘের থেকে চুরি করা রূপার গহনা ও মোবাইল উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার শিমুল হোসেন কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।

 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কার্ত্তিক কুমার পালের মালিকানাধীন “রিত্তিকা জুয়েলার্স” দোকান থেকে গত ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর সকাল ১১টার মধ্যে দোকানের টিনের চাল ও সিলিং কেটে চোর প্রবেশ করে।

 

দোকান থেকে রূপার নূপুর, চেইন, ব্রেসলেট, চুড়ি, বাজু ও আংটি মিলে মোট ১৩১ ভরি রূপা এবং একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়।

 

ঘটনার পর অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশের একটি চৌকস দল তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে শিমুল হোসেনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১০৩ ভরি ৩ আনা ৩ রতি রূপার গহনা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে, যার মূল্য প্রায় ৩ লাখ ৭২ হাজার ২৬৫ টাকা।

 

গ্রেপ্তার আসামিকে রোববার (১৯ অক্টোবর) সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি জামাল উদ্দীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon