মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
 

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র‍্যালি, আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫

 

 ---

নাটোর জেল প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।  আজ  সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা

সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া।

 

 উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন ব্যানার, হাতে নিয়ে র‍্যালি বের হয়, যা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সর্ব পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।

 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন,জহুরুর ইসলাম

অফিস সহকারী  কম্পিউটার মুদ্রাক্ষরিক পি, আই, ও

নলডাঙ্গা, নাটোর এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা

 

মহড়াটি পরিচালনা করেন নলডাঙ্গা ফায়ার সার্ভিস, অফিসার রুস্তম আলী। তাঁর নেতৃত্বে একটি প্রশিক্ষিত দল বাস্তব পরিবেশে উদ্ধার তৎপরতা, আগুন নেভানো এবং আহতদের প্রাথমিক চিকিৎসা

প্রদর্শন করে। এতে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon