সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
 

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে দুই দফা অভিযান: দুই জেলে আটক, বিপুল কারেন্ট জাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
‘মা’ ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীতে যৌথভাবে দুই দফা বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট, কলাবাগান, চর মজলিসপুরসহ তৎসংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

প্রথম দফায় সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড রাজবাড়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজবাড়ী, বাংলাদেশ সেনাবাহিনী কন্টিনজেন্ট রাজবাড়ী ও নৌ পুলিশ। অভিযানে কলাবাগান এলাকায় মাঝিদের অস্থায়ী বাজার ভেঙে দেওয়া হয় এবং নদী থেকে দুই জেলেকে আটক করা হয়। এসময় আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

পরবর্তীতে জব্দকৃত জাল রাজবাড়ী সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন পাইলট-এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক দুই জেলেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পরবর্তীতে তাদের নৌ পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয় দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৩টা  পর্যন্ত। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অস্থায়ী কন্টিনজেন্ট রাজবাড়ী ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৭৪ হাজার টাকা।

পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়।

সরকার ঘোষিত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন  ইলিশ আহরণ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon