ঝালকাঠি প্রতিনিধি
স্বাধীনতার ৫৪ বছর পার হলেও উন্নয়ণ বঞ্চিত রয়ে গেলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নবাসীরা। সারে ১৬ হাজার মানুষের বসবাস এ ইউনিয়নে। নামে ১ নম্বর হলেও উন্নয়ণে রয়েছে তলানিতে। দীর্ঘদিনের উন্নয়ন স্বপ্ন অধরাই থেকে গেছে। দীর্ঘদিনেও রাস্তা ব্রিজ কালভার্টসহ যোগাযোগ খাতে তেমন কোন উন্নয়ন হয়নি। বিশেষ করে বটতলা বাজার থেকে জমাদ্দার হাট হয়ে কৈখালী বাজার পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী। এ সড়কের মীরা বাড়ীর সামনের খালের ব্রিজ, মুন্সি বাড়ীর খালের ওপর কালভার্ট, ঝালাই বাড়ী খালের আয়রন সেতু, দক্ষিন চেঁচরী মুচির খালের ওপর ব্রিজগুলো দীর্ঘদিন ধরে জড়াজীর্ন ও চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। স্বেচ্ছাশ্রমে বাঁশ কাঠ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও অদৃশ্য কারণে সেতু সংস্কার কিংবা পুনঃনির্মাণ হচ্ছে না।
বটতলা বাজার থেকে জমাদ্দার হাট হয়ে কৈখালী বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। ইউনিয়নের বানাই বাজার থেকে চেচঁরী রামপুর ইউনিয়ন পরিষদ হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত একটি রাস্তা থাকলেও ইউনিয়নের অন্য সমস্ত রাস্তা ব্রীজ কালভার্ট চলাচলের অনুপযোগী। বন্যায় অধিকাংশ রাস্তা ভেঙে গেছে। নামকায়স্তে কিছু সংস্কার করা হলেও বর্ষায় সেই দুরবস্থা আবার ফিরে আসে।
অটোরিকশা চালক মো. রাজু হাওলাদর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কত সরকার আইলো আর গেলো, রাস্তা আর ঠিক অইলে না। মোগো দুঃখ দেহার কেউ নাই।’
দক্ষিণ চেচঁরী গ্রামের মো. ছায়েদ আলী ফকির বলেন, রাস্তায় নামলে গোসল দিয়ে ঘরে আইতে অয়। আটতে গেলে ভয়ও লাগে।’ কলেজ শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যাই। জানি না রাস্তা ব্রীজ গুলো কবে ঠিক হবে।
কাঁঠালিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.গোলাম মোস্তফা জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করা হবে। এবং আয়রন সেতুর স্থানে বকস কালভার্ট নির্মাণ করা হবে।
মন্তব্য