সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
 

জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫

---

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। এসময় তারা জাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে সার্বিক সহায়তা ও ইতিবাচক পরামর্শ কামনা করেন।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি প্রণয়ন, সাংবাদিকতা ও শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়ন, এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “আমরা সবসময় ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। একাডেমিক ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজন ও স্বার্থে জাকসু সবসময় তাদের পাশে আছে। সাংবাদিকরা  বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে— আমরা চাই এই সহযোগিতার ধারা অব‍্যহত থাকুক।”

 

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার বিকাশ ও গণতান্ত্রিক চর্চা জোরদারে প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো সামনে আনতে সবাই একসঙ্গে কাজ করতে। এছাড়াও ক‍্যাম্পাসে সাংস্কৃতিক ও রাজনৈতিক সহাবস্হান তৈরীতেও আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি”

 

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সভাপতি ওয়াজহাতুল ইসলাম নবনির্বাচিত জাকসুর প্রতিনিধিদের অভিনন্দন জানান।তার বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা শুরু থেকেই জাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রেখেছে। আমাদের দীর্ঘদিনের চাওয়া জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন। শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাবেন বলে আশা রাখছি। যেহেতু এটা বিশ্ববিদ্যালয় তাই শিক্ষা ও গবেষণা খাতকে গুরুত্ব দিয়ে আপনারা কাজ করে যাবেন বলে আশা রাখছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon