![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
গণভোট ২০২৬ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীতে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসকের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় রাজবাড়ী জেলা শহীদ খুশি রেলওয়ে ময়দানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
“গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন। আপনার একটি ভোটই পারে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে। তাই ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন মানেই শুধু ভোট দেওয়া নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সম্মিলিত প্রক্রিয়া।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন,
“গণভোট ও নির্বাচন সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। গুজব ও অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।”
এ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন,
“রাজবাড়ী জেলা প্রশাসন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর মোরশেদ, জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, উপপরিচালক (স্থানীয় সরকার) ড. মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিক উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,জুলাই যোদ্ধারা ও বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন।



মন্তব্য