শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
 

‘মাছ নয়, স্বপ্ন মরেছে’: নাজমুলের পুকুরে বিষ প্রয়োগে সর্বনাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫

 ---

মোঃ আমিনুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে এখন স্তব্ধ নাজমুল ইসলাম—মৃত মোঃ তারা মিয়ার ছেলে  মো নাজমুল ইসলাম জীবনের সব সঞ্চয় ঢেলে একটি পুকুরে গড়ে তুলেছিলেন তার স্বপ্ন। কিন্তু  অজ্ঞাতনামা ঘাতকের দল রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সে স্বপ্নটুকু নির্মমভাবে ধ্বংস করে দিয়েছে।

প্রায় বিশ শতাংশ জায়গাজুড়ে বিস্তৃত এই পুকুরটি ছিল নাজমুল ইসলামের একমাত্র জীবিকা ও পরিবারের বেঁচে থাকার অবলম্বন। দিনের পর দিন, রাতের পর রাত শ্রম দিয়ে বড় করেছেন মাছগুলো। তার চাচাতো ভাই একে এম জহিরুল ইসলাম আজাদি বলেন, “এই পুকুরে আমার ছোট ভাই নাজমুল কতটা পরিশ্রম করেছে, তা বলে বোঝানো যাবে না। যেন মাছগুলো নয়, নিজের সন্তানের মতো লালন করেছে। আজ শুধু মাছই মারা যায়নি, মারা গেছে তার পরিবারের ভবিষ্যৎ।”

জানা গেছে, পুকুরে বিষ প্রয়োগে অন্তত ১৫ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। পুকুরের পানিতে এখন শুধুই নিথর দেহ, নিস্তব্ধতা আর এক অসহায় মানুষকে ফেলে যাওয়া দুঃস্বপ্ন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, “এখনো পর্যন্ত কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon