শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
 

উৎসাহী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫

 ---

মো জাকির হোসেন

আমি সকলের উৎসাহী, আমি সকলের উৎসাহী—
এই বাক্য শুধু কোনো আবেগের প্রকাশ নয়, বরং সমাজ গঠনের এক অনন্য অঙ্গীকার।

শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে কৃষক-দিনমজুর—প্রত্যেকেই সমাজের চালিকাশক্তি। শিশুদের সরল হাসি আমাদের দেয় আশার আলো, কিশোরদের দুঃসাহস জাগায় নতুন সম্ভাবনা, যুবকের প্রাণশক্তি বদলে দেয় সমাজের রূপ। কৃষকের ঘাম আমাদের ভাতের থালা পূর্ণ করে, দিনমজুরের কষ্ট আমাদের শহর-গ্রামকে গড়ে তোলে।

এ সমাজে কামার-কুমার কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীও কম গুরুত্বপূর্ণ নয়। কামারের আগুনে গড়া হাতিয়ার আমাদের দৈনন্দিন জীবনের ভরসা, কুমারের মাটির ছোঁয়ায় আসে সৌন্দর্য ও উপযোগিতা, ব্যবসায়ীর সংগ্রামে চলে বাজার-অর্থনীতি। প্রত্যেকেই সমাজের অমূল্য সম্পদ।

আমি সকলের উৎসাহী—
মানে আমি কেবল এক শ্রেণির নয়, আমি সব শ্রেণির মানুষের পাশে। উৎসাহ মানে শুধু করতালি নয়; উৎসাহ মানে প্রেরণা, সহযোগিতা, একসাথে চলার মানসিকতা।

আজকের সমাজে আমাদের বড় অভাব—পরস্পরের প্রতি আন্তরিক উৎসাহ দেওয়া। অন্যকে ছোট করার প্রবণতা বাড়ছে, সম্মান করার মানসিকতা কমছে। অথচ একজন শিশু যদি শিক্ষায় উৎসাহ পায়, সে হতে পারে দেশের ভবিষ্যৎ সম্পদ। একজন কৃষক যদি ন্যায্য দাম ও সমর্থন পায়, সে পারে খাদ্যে স্বনির্ভর জাতি গড়তে। একজন শ্রমিক যদি সম্মান পায়, সে পারে সমাজে মর্যাদার ভিত্তি স্থাপন করতে।

তাই আজ দরকার পারস্পরিক উৎসাহ, সহযোগিতা ও সমবেদনার।
আমি সকলের উৎসাহী—
এই দৃষ্টিভঙ্গি শুধু একটি ব্যক্তিগত প্রতিজ্ঞাই নয়, বরং একটি সামাজিক অঙ্গীকার।
যদি আমরা প্রত্যেকে সবার প্রতি উৎসাহী হই, তবে সমাজে থাকবে না বিভাজন, থাকবে না বৈষম্য, বরং গড়ে উঠবে এক শান্তিপূর্ণ ও সাম্যের পৃথিবী।।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon