বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
 

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ ও স্কুলডে উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মান বাড়াতে  ৫২ নং কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ ও স্কুল ডে উদযাপনের মধ্য দিয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর  সকাল ৯টায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্কুল চত্বরে স্কুলডে ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। পিটিএ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহানারা আক্তার, সহকারী শিক্ষক আবুল কালাম, রঞ্জু রানী বিশ্বাস,লিপিকা সমাদ্দার, মিঠু রানী দে,  প্রাক্তন এসএমসি সভাপতি শফিকুল ইসলাম,  সকল ছাত্রছাত্রীর মায়েরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।এ সময়  সহকারী শিক্ষক আবুল কালামের সঞ্চালনায়  আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয় এবং  মধ্যাহ্ন ভোজ  শেষে পুষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার মান উন্নয়ন, পাঠদানে মনোযোগী করার কৌশল, শতভাগ ছাত্র-ছাত্রী স্কুলে উপস্থিতি নিশ্চিত করা, উপজেলা পর্যায় স্কুল কে প্রথম দিকে এগিয়ে নেওয়া সহ বিভিন্ন ধরনের উপদেশ ও পরামর্শ প্রদান করা হয়। বক্তারা  শিক্ষক, ছাত্র-ছাত্রী ও মায়েদের উদ্দেশ্যে বলেন ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করতে হলে সন্তানদের সামনে বসে মোবাইল, টিভির মত ডিভাইস গুলোকে পরিহার করতে হবে এবং পারিবারিকভাবে সময় ও নিয়ম মেনে রুটিন অনুযায়ী লেখাপড়া নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা কোন বিষয় ভালোভাবে বুঝতে না পারলে শিক্ষকদের সাথে আলোচনা করতে হবে। শিক্ষকদের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার জন্য পরিবারের সচেতন হতে হবে।
আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon