কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, আজান, হামদ, নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপর আলোচনা করেন সহকারী শিক্ষক ঈমান উদ্দিন মুহাম্মদ ত্বহা ও আব্দুল বাছেত প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া-মোনাজাত করা হয়।
মন্তব্য