জাবি প্রতিনিধি
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত “সমন্বিত শিক্ষার্থী জোট” প্যানেলের নারী যুগ্ম-সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা মেঘলা ৭ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি তার প্রতিশ্রুতিতে বলেন, ১. ‘মা’ শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার চালু ২. বটতলায় নারীদের জন্য ওয়াশরুম তৈরি। ৩.ছাত্রী হলের মহাসড়কের পাশে ‘সাউন্ডপ্রুফ গ্লাস’ স্থাপনের সম্ভাব্যতা যাচাই। ৪. প্রতিটি ফ্যাকাল্টিতে সেনিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন। ৫. প্রতিটি ফ্যাকাল্টিতে ছাত্রীদের জন্য কমনরুমের স্পেস তৈরিতে সর্বোচ্চ চেষ্টা। ৬. হিজাব ও নিকাব পরা নারী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থা চালু ৭. কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নামাজ ও অযুর ব্যবস্থা।
আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের প্রত্যেকটি দাবি আদায়ে কাজ করে যাব। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। প্রত্যেক মত,পথ ও দলের শিক্ষার্থীদের সহাবস্থানের পাশাপাশি ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করব।
মন্তব্য