সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
 

আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫

---

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ২১নং ছাত্র হলের ক্যান্টিনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করেন এই ভিপি প্রার্থী ।

সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত প্রচারণার একাধিক ছবিতে দেখা যায়, শেখ সাদী ২৫জনের অধিক ভোটারের উপস্থিতিতে ভোট চাচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধির ৭(খ) ধারা লঙ্ঘনের শামিল।
উক্ত ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতিত ২৫জনের অধিক মানুষের একসাথে জমায়েত হওয়া যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে শেখ সাদী হাসান বলেন, সেখানে ২৫জনের কম মানুষ ছিল। ২৫জনের অধিক শিক্ষার্থীর বিষয় তাকে নিশ্চিত করলে তিনি বলেন, হয়তো ক্যান্টিনে খাইতে আসা কেউ সেখানে ছিল। এর প্রতুত্তরে “ক্যান্টিন বন্ধ ছিল” এই তথ্য জানালে তিনি বলেন, অহ! ক্যান্টিন বন্ধ ছিল নাকি! আচ্ছা খোঁজ নেই।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon