সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
 

ঝালকাঠি প্রতিনিধি রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ভেসে উঠল কলেজ ছাত্র শামীমের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

---
রাজাপুর (ঝালকাঠী) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার খাল থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শামীম হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে খালের একই স্থান থেকে তার নিথর দেহ ভেসে ওঠে।
নিহত শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো শামীম খালে গোসল করতে নামেন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। পরে রাজাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়, কিন্তু শুক্রবার রাত পর্যন্ত তাকে উদ্ধার সম্ভব হয়নি।
শনিবার দুপুরে স্থানীয়রা খালে ভেসে ওঠা শামীমের দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শামীম সাঁতার জানলেও তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর খিঁচুনি ওঠায় তিনি আর উঠতে পারেননি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon