মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে অনুদান হিসেবে চেক প্রদান করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে Performance Based Grants for Secondary Institution (PBGSI) Project-এর আওতায় উজানচর আলিম মাদ্রাসার ২০ জন এবং দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে “উদ্দীপনা পুরস্কার” হিসেবে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস এবং উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন,
“বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক অভাবের কারণে পড়াশোনায় পিছিয়ে না যায়, সে লক্ষ্যেই এ ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। এই অনুদান শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হতে উৎসাহ যোগাবে। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে লেখাপড়া করে দেশের সম্পদে পরিণত হবে, এটিই আমাদের প্রত্যাশা।”
এসময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য