রবিবার, ২৪ আগস্ট ২০২৫
 

গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টার সময় গোয়ালন্দ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ  উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।এসময় গোয়ালন্দ উপজেলা সম্মুখ থেকে র‍্যালী বের হয়ে ঢাকা - খুলনা মহাসড়ক দিয়ে গোয়ালন্দ উপজেলা পুকুর পাড় এসে শেষ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার  মোঃ শাহাদাৎ  হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা  সৈয়দ রায়হানুল  হায়দার এবং দৌলতদিয়াঘাট নৌ পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক মোঃ রাশিদুল ইসলাম

---অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার জেলে ও মৎস্য চাষী, প্রিন্ট  ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্ধ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভয়াশ্রম গড়ে তোলা এখন সময়ের দাবি। মাছ বাংলাদেশের পুষ্টি, অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছ চাষের আধুনিক পদ্ধতি, অবৈধ জাল ব্যবহার বন্ধ ও প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষা করতে পারলেই দেশীয় মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে।

পরে সফল তিনজন মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট  দিয়ে সম্মাননা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon