নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের প্রতিবাদী ও সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আসন্ন ১০ আগস্ট ২০২৫, রবিবার বিকেল ৩টায় উত্তরা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনের আয়োজন করছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন (কেন্দ্রীয় কমিটি) এবং এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সকল কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানিয়েছেন, “সাংবাদিক হত্যা মানেই কণ্ঠরোধ, আর গণতন্ত্রের শ্বাসরোধ। প্রতিবাদী সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই হত্যার সুষ্ঠু বিচার না হলে কোনো সাংবাদিকই নিরাপদ নয়।”
কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম আজিজুল হক বলেন, “আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক সাংবাদিক, যিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তাঁর এই নির্মম হত্যাকাণ্ড সাংবাদিক সমাজে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে। আমরা এর প্রতিবাদে সকল স্তরের সাংবাদিকদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
মানববন্ধন কর্মসূচিকে সফল করতে দেশের সকল গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকেরা বলেন, “সত্যকে রক্ষা করুন, প্রতিবাদকে শক্তি দিন। এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলার।”
মন্তব্য