শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
 

সাকো পারাপারকে কেন্দ্র করে বিএনপি কর্মীর উপর হামলা, আহত স্বামী-স্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫

---

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের নুরপুর গ্রামে সাকো পারাপারকে কেন্দ্র করে রমিজ উদ্দিন ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী সাজাহান ও মনির এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

আহত রমিজ উদ্দিন জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার ওপর ক্ষিপ্ত। ঘটনার দিন সকাল ৯ ঘটিকায়  রমিজ উদ্দিন সাকো পার হয়ে যাওয়ার সময় সন্ত্রাসী সাজাহান ও মনির বাধা দেয়। একপর্যায়ে সাজাহান বলেন, আওয়ামী লীগ আমলে এই শাখা আমরা বানিয়ে দিয়েছি, এই সাকো দিয়ে বিএনপির কেউ পারাপার হতে পারবে না।

 

এই সাকো দিয়ে নুরপুর ও পেয়ারপুর গ্রামের প্রায় অর্ধশতাধিক লোক পাড়াপাড় হয়। তারা কেন পারাপার হতে পারবে না জিজ্ঞেস করায় তার উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার এক পর্যায়ে রমিজ উদ্দিনের স্ত্রী পাতা দিলে তাকেও আঘাত করা হয়, এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের ওই দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে আসছে। বিশেষ করে বিএনপি সমর্থকদের লক্ষ্য করে ভয়ভীতি ও হামলা চালানো হচ্ছে।

 

এ বিষয়ে অভিযুক্ত সাজাহান ও মনিরের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঘটনার সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলার বিষয়টি সত্য।

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের  দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি আমার জানা নেই, তবে একটি অভিযোগ পেয়েছি,  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon