![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর মুখার্জীকে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’ এর আওতায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযান চলমান রয়েছে এবং এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। শংকর মুখার্জী তার ধারাবাহিকতায় গ্রেপ্তার হয়েছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক মামলায় শংকর মুখার্জীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য