রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
 

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫

---
মো. শামীম হোসাইন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ (পিরোজপুর সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে তাঁর নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
মনোনয়ন ঘোষণার পর পিরোজপুর-১ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “দলের প্রতি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, এটি তারই প্রতিফলন। জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
উল্লেখ্য, এর আগে পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon