রবিবার, ৩ আগস্ট ২০২৫
 

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে জঞ্জাল সরাতেই হবে’-তথ্য সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৫

 ---

নিজস্ব প্রতিবেদক
সময়টা ছিলো রক্তাক্ত, শ্লোগানমুখর এক জুলাই। আর আজ সেই সাহসী প্রতিরোধের বর্ষপূর্তিতে ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পরিণত হয়েছিল এক নিরব স্মরণমঞ্চে — যেখানে বক্তব্যের মধ্য দিয়ে উচ্চারিত হলো জবাবদিহির আহ্বান, সততার প্রতিজ্ঞা আর স্বাধীনতার প্রত্যয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এদিন নিজের বক্তব্যে শুধু অতীতের প্রশংসা করেননি, বরং ভবিষ্যতের পথও দেখিয়েছেন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সাহস ও শক্তিকে কাজে লাগিয়ে আমাদের আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে। মুখে স্বাধীনতা বললে হবে না, সেটাকে প্রতিষ্ঠিত করতেও হবে।”
তিনি দৃঢ় উচ্চারণে বলেন, “১৫ বছরের শাসন ছিল কথিত গণতন্ত্রের মুখোশে মুখবন্ধ এক শাসনকাল। তরুণরা তাদের কথা বলতে পারেনি, গণমাধ্যম ছিল প্রলেপ দেওয়া।”
অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র — যেখানে ফুটে ওঠে আন্দোলনের গর্জন, প্রতিরোধের আগুন আর চোখের জল।

সচিব আরও বলেন, “শুধু শহীদদের স্মরণ নয়, তাদের স্বপ্নের প্রতিও দায়বদ্ধতা দরকার। আমরা যদি কর্মক্ষেত্রে সততা ও নিরপেক্ষতা বজায় রাখি, তাহলে রাষ্ট্রযন্ত্রে জমে থাকা দীর্ঘদিনের জঞ্জাল সরানো সম্ভব।”

জুলাই গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “সেসময় যারা গুলি চালিয়েছিল, তাদের বিরুদ্ধে আমরা চুপ থাকব কেন? আমাদের সন্তানদের আর যেন বুকের তাজা রক্ত ঢালতে না হয় — এ দায় আমাদের সবার।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম।

বক্তাদের কণ্ঠে একটিই আহ্বান:
“স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, তা হল পরিপূর্ণ বাক-স্বাধীনতা, বিচারপ্রাপ্তি, সমান সুযোগ আর অন্যায়ের প্রতিবাদে জেগে ওঠা। তাই সবাইকে একসঙ্গে পথ চলতে হবে।”
আলোচনা সভার শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আয়োজন ছিল শুধুমাত্র স্মরণ নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির ডাক। এক ফ্যাসিবাদমুক্ত, মর্যাদাপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন ছুঁয়ে দেখার প্রতিশ্রুতি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon