শনিবার, ২ আগস্ট ২০২৫
 

মঠবাড়িয়ায় ২ প্রতারক গ্রেফতার।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৫

---
মো: আব্দুল্লাহ আল মামুন, 
স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার  মঠবাড়িয়া উপজেলায়  প্রেমের ফাঁদে ফেলে এবং অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মঠবাড়িয়া ২ নং ওয়ার্ড মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আন্ধারমানিক এলাকার সজিব (২৫) ও তার সহযোগী হিরা মনি (২৮)।

স্থানীয়রা জানান, এই দম্পতি বিভিন্ন সময় প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগীদের  সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ভোক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করে।

এলাকার লোকজন বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করলে পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

নাম প্রকাশ করতে অনইচ্ছুক একজন ভুক্তভোগী জানান আমার বাসা মঠবাড়িয়া সরকারি কলেজের পিছনে ২০২৩ সালে এই  ছেলে (সজিব) ও তার মা আমাকে বিভিন্ন রকম ব্লাকমেইল করে মোটা অংকের টাকা দাবি করেন কিন্তু স্থানীয় লোকদের সহয়তায় আমার রক্ষা হয়। ওর মা ও এই চক্রের সদস্য।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon