শনিবার, ২৬ জুলাই ২০২৫
 

অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫

 ---

বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়ৎ এর একাংশ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই ২৫) সকাল ১০ টায় শাহ্আলী বাগদাদী মাজার শরিফের পিছনে শহিদ বুদ্ধিজীবী কবর স্থান গেট সংলগ্নে ‘সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়ৎ ঢাকা শহরে অতিমাত্রায় সু-পরিচিত। উক্ত আড়ৎ ব্যবসায়ে-রত সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ যাহার গভঃ রেজী: নং-০০১১২/২৩ এর সদস্যগণ দীর্ঘদিন যাবত শান্তিপূর্নভাবে দেশীয় ফল ফলাদি মরিচ, পিয়াজ, আদা, রসুন, আলুর আড়ৎদারী করে আসছে। উক্ত আড়ৎ এর ভূমি যথাযথভাবে মাজার কর্তৃপক্ষ কর্তৃক নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে উচিৎ বাজার দর অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে বরাদ্দপত্র মোতাবেক ব্যবসা করে প্রতিদিন ধার্য্যকৃত মাটি ভাড়া রশিদ মূলে জমা দান করে আসছে। গত ১৭/০৭/২০২৫ ইং তাং জেলা প্রশাসক ঢাকার স্বাক্ষর যুক্ত সাদা কাগজে সিল সাপ্পর ব্যাতিত কাগজে লিখে গণ বিজ্ঞপ্তি টানিয়ে মাজার কর্তৃক মাইকিং করে বিজ্ঞপ্তিতে দিনক্ষন উল্লেখ না করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। উক্ত নোটিশ পেয়ে সমিতির পক্ষে কোষাধ্যক্ষ মোঃ সেন্টু বিজ্ঞ ১ম সহ: জজ আদালত ঢাকা, দেওয়ানী মোকদ্দমা নং ২৬৯/২৫ দায়ের করে, তাং-২২/০৭/২০২৫ ইং যাহা নিষেধাজ্ঞার মামলা। উক্ত মামলা চলমান অবস্থায় যাতে ব্যবসায়ীদের কোন উচ্ছেদ ও হয়রানী করতে না পারে সে লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভে সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল কাদের রিপনের সভাপতিত্বে ও আড়ৎদার ব্যবসায়ী এনামুল হক মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক এখলাছ, কোষাধ্যক্ষ সেন্টু, তপন ভুইয়া, আকতার, আনোয়ার, মিন্টুসহ ব্যাবসায়িক ও আড়ৎদারগন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon