রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফার্মেসী বিভাগের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাবি ফার্মেসি অ্যাসোসিয়েশন (রুপা) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ ও অধ্যাপক ড. মীর ইবেন ওয়াহেদ, ড. গোলাম সাদিক।
ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, ফার্মেসি বিভাগে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয়। অনেকে মেডিক্যালে ভর্তি হতে না পেরে ফার্মেসি বিভাগে আসে। মেডিক্যাল এখানে অনেকক্ষেত্রে ডাক্তারদের চেয়েও আরও বেশি মানুষের সেবায় কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে রাবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছে। যা এই প্রতিষ্ঠানের জন্য গর্বের। বিদায়ী শিক্ষার্থীরাও সামনের দিনগুলোতে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় ফার্মেসি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য