শুক্রবার, ১১ জুলাই ২০২৫
 

বিউপি ফক এন্ড কালচারাল ফেস্টে জাবির ত্রিমাত্রিক কৃতিত্ব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫

---

জাবি প্রতিনিধি

বিউপি কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত” বিউপি ফক & কালচারাল ফেস্ট ২০২৫ “এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক পর্বে দ্বিতীয় , পল্লীগীতি পর্বে দ্বিতীয় ও চিত্রাঙ্কন পর্বে তৃতীয় স্হান অর্জন করেছে।

মঙ্গলবার (৮ ই জুলাই ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে বিইউপি কালচারাল ফোরাম আয়োজিত দেশ সেরা ১৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ‍্যে বিভিন্ন সেগমেন্টে ফোক ও কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়।

 

উক্ত আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এর জোটভুক্ত সংগঠনগুলোর সমন্বয়ে একটি দল। পল্লীগীতি পর্বে ১৪টি দলের প্রতিদ্বন্দ্বিতায় “প্রথম রানার আপ”, নাটক পর্বে “প্রথম রানার আপ” ও চিত্রাঙ্কন পর্বে ১৬টি দলের মধ্যে “সেকেন্ড রানার আপ” হয়।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তি বলেন, “সবাইকে অভিনন্দন, সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ। এ সাংস্কৃতিক ধারা বজায় থাকার আশা রাখছি।”

 

জলসিঁড়ি কর্মী এস.এম. তানভীর আহমেদ প্রত্যয় বলেন,” আমরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।”

 

৩ দিনব‍্যাপী এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি , নর্থ সাউথ ইউনিভার্সিটি ,ব্রাক ইউনিভার্সিটি সহ মোট ১৬ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

আজ (বৃহস্পতিবার) পুরস্কার বিতরনীর মধ‍্য দিয়ে এ ফোক ও কালচারাল ফেস্ট এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon