শনিবার, ১২ জুলাই ২০২৫
 

বিচ্ছিন্ন হতে চলেছে রামগতির একাংশ যেখানে রয়েছে হাজার হাজার মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ

রামগতি বয়ারচর মহাসড়ক ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দুই উপকূলীয় অঞ্চল যেসব গ্রামে বাস করে হাজার হাজার মানুষ। ৬ দিন টানা বৃষ্টিতে এবং জোয়ারের কবলে পরে ভাঙতে শুরু করেছে এই সড়কটি যেখান দিয়ে যাতায়াত করে প্রতিদিন লক্ষাধিক মানুষ।

সড়ক ভাঙ্গার ফলে ভোগান্তিতে এলাকার সাধারণ জনগণ ও স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী  যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে তাদের। সড়কটি বিচ্ছিন্ন হওয়ার পরে যাতায়াত বন্ধ হয়ে যাবে শিক্ষার্থীদের এতে করে শিক্ষাঙ্গনে অনেক ক্ষতিগ্রস্ত হবে।

এই স্থানটি রামগতি ঘাট নামে পরিচিত যেখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখান থেকে জেলেরা মাছ বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ হস্তান্তর করে থাকে,,রোড ভাঙ্গার ফলে ক্ষতিগ্রস্ত হবে জেলেরা। নদীর মাছ বিক্রি করে তাদের ছেলে মেয়ে স্ত্রী মা বাবাকে দু’মুঠো বাত খাওয়ান।

রোডটি বাঙ্গার কারণে না খেয়ে মরে যাবে বলে জানালো জিলেরা।

এই উপকূলীয় অঞ্চলটি কৃষকদের জন্য বিরাট একটা স্থান, যেখানে কৃষকেরা কিস্তিতে টাকা তোলে ধান শাষ করে সাধারণ জীবনযাপন করে যাচ্ছেন। এই রোডটি ঠিক না হোলে এতে করে দুর্ভোগ ও ভোগান্তিতে ফোটবে সাধারণ কৃষকেরা। সবিস্তরের মানুষের দাবি রামগতি বয়ার চররের  মহাসড়কটি অতি দ্রুত ঠিক করা হোক, নয়তো ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ মানুষের।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon