শুক্রবার, ১১ জুলাই ২০২৫
 

বাশেঁর সাকোঁ মেরামতে উদ্যোগ নিল গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া সংলগ্ন বাশেঁর সাকোঁটি মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাকোঁ দিয়ে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করে। প্রায় ১৫০ মিটার দীর্ঘ এই সাকোঁটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন।

এই সাকোঁ ব্যবহার করে সাতটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। গ্রামগুলো হলো- দৌলতদিয়া ইউনিয়নের ১ বেপারী পাড়া, সাহাজদ্দিন বেপারী পাড়া, নতুন পাড়া, লালু মন্ডল পাড়া, নাসির সরদার পাড়া এবং দেবগ্রাম ইউনিয়নের মুন্সি পাড়া। স্থানীয় কৃষকরা এই সাকোঁ দিয়েই কৃষিপণ্য বাজারে নিয়ে যান। ফলে সাকোঁটি ভেঙে যাওয়ায় তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছিল।

সাকোঁটির মেরামতের কাজ সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় পরিদর্শনে যান গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি বিলাস বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 ---

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন, “ আমরা দুই তিন দিন আগে স্থানীয় গর্নমান্য ব্যাক্তি বর্গের কাছে ও পর্রবতিতে মিডিয়ায় জানতে পারি যে একটি বাসেঁর সাকোঁ যেটা অনেক লোক ব্যবহার করে । বর্ষা শুরুতেই বাসগুলো পুরোনো হয়ে যাওয়াতে এটি ভেঙ্গে গিয়েছিলো, এই সাঁকো দিয়ে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে, কৃষি নির্ভর অনেক পরিবার আছে যারা সবজি ফলায় এগুলো নিয়ে যখন আসা যাওয়া করে তখন এই  সাঁকোটি ব্যবহার করে।  যেহেতু এখানে প্রান্তিক পর্যায়ের মানুষ যাতায়াত করে আমরা অতি দ্রুত মেরামতের জন্য এটি সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি কনটেন্সি নিয়ে এ কাজ শুরু করেছি। আর দু একদিনের মধ্যেই আমরা এই কাজটি শেষ করে চলাচলের জন্য উপযোগী করতে পারব।এই সাকোঁটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কষ্টের কথা চিন্তা করেই আমরা দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছি। অচিরেই কাজ শুরু করেছি।”এবং তিনি আরো জানায় আমরা এ সাকোঁর এখানে স্থায়ী ব্রিজের জন্য আবেদন করবো বলে আসস্থ করেন।”

স্থানীয়দের মতে, সাকোঁটির দ্রুত সংস্কার সম্পন্ন হলে বহুদিনের দুর্ভোগের অবসান হবে এবং কৃষি ও অন্যান্য যাতায়াত ব্যবস্থায় গতি আসবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon