শুক্রবার, ১১ জুলাই ২০২৫
 

কাউখালীতে বিএনপির অফিস ভাংচুরের মামলায় উপজেলা আ. লীগের তিন নেতা কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫

 ---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি মাহামুদ খান খোকন,উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দীন তালুকদারকে বিএনপির অফিস পোড়ানো মামলায় অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে পিরোজপুর জজ আদালতের বিচারক।
বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে আওয়ামীলীগের সভাপতি সহ তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা জজ মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন জানান।
উল্লেখ্য কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির তালুকদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪১ জনের বিরুদ্ধে ২৪ সানের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাহমুদ সোহেল বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন। এই মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন আওয়ামী লীগের এই শীর্ষ তিন নেতা।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিদের পক্ষে এডভোকেট আহসানুল কবির বাদল জবিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) এডভোকেট আবুল কালাম আকন বিরোধিতা করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon