সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠান “শিশুকুঞ্জ”-এর প্রাক্তন ছাত্রী কবিতা তানজিন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সে লেখাপড়া করেছে শিশুকুঞ্জ স্কুলে। পরে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় মোহাম্মদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকেই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই অসাধারণ ফলাফল অর্জন করে।
কবিতার এই কৃতিত্ব তার অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। একইসঙ্গে এটি শিশুকুঞ্জের নিবেদন ও একটি দায়িত্বশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল।
শিশুকুঞ্জ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করে যাচ্ছে। কবিতার এই সাফল্য শুধু তার একার নয়, এটি সম্ভাবনার প্রতীক, এটি প্রমাণ করে—সুযোগ পেলে প্রতিটি শিশুই উড়তে পারে আকাশ ছোঁয়ার স্বপ্নে।
শুভকামনা কবিতা তানজিনের জন্য। তার ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল, আরও সমৃদ্ধ।
মন্তব্য