শুক্রবার, ২৩ মে ২০২৫
 

বাঁকা চোখে চাবেন না

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫

---

 

 

 

 

আহলে সুন্নাত ওয়াল জামাত (সুন্নি সংগঠন )আল্লাহ রাসুলের মনোনীত দল। এই দলের প্রতি কেহ বাঁকা চোখে চাবেন না হাত উঁচু করবেন না। সুন্নি সংগঠন যারা তারা এমন কোন কথা কাজ করবেন না যাহাতে আল্লাহ বেজার হয়। সংগঠনের লোকের কাছে সমাজে কলঙ্ক হতে হয়।কবি হিসেবে আমার দাবি অনুরোধ আমাদের চাওয়া পাওয়া সব সৃষ্টিকর্তার কাছে যেহেতু তার মনোনীত দল তিনি সৃষ্টি কর্তা তার ছাড়া কারো কাছে চাওয়ার নাই পাওয়ার নাই আশা করি না দুনিয়া আখিরাতে কল্যাণ তার হাতে আমরা তার গোলাম গোলামের কাজ গোলামে করবে। মনিবের কাজ মনিবে করবে এই চিন্তা চেতনায় আমরা কাজ করব। আল্লাহ আমাদের কে তার পথে নবী করীম (স:)তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন

জাগ্রত কবি হিসেবে দেশ জাতি বিশ্বের কাছে সত্য কথা তুলে ধরব। ইনশাআল্লাহ

সত্য কথা থেকে দেশ জাতি বিশ্ব কেহ ছাড় পাবে না সোনা মানা চিন্তা করা সেটা তাদের ব্যাপার

 

বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী

প্রতিষ্ঠাতা, চিশতিয়া দরবার শরীফ

কাঠালিয়া সদর বাইপাস

 কাঁঠালিয়া - ঝালকাঠি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon