বুধবার, ২১ মে ২০২৫
 

অনিয়ম দুর্নীতিবাজদের এদেশে স্থান নাই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫

 

 ---

আমিনুল ইসলাম, ঝালকাঠী

অনিয়ম দুর্নীতি সুদ ঘুষ জেনা ব্যাভিচার ধর্ষণ ইসলামের নামে আয় ব্যবসা ইত্যাদি বাংলাদেশের জাতীয় ব্যাধি রূপে পরিণত হয়েছে। এই ব্যাধি থেকে পরিত্রাণ পাইতে হইলে দেশ জাতি সরকারের ঐক্যবদ্ধ হতে হবে। দেশ থেকে সকল অপশক্তি কলম চোর মানবতাহীন কার্যক্রম উৎখাত করতে হবে। ইসলামের নামে রাজনীতির নামে যে অপকর্ম হয় তা বের করতে হবে। তাতে রাজনীতি দলের নেতা পীর শায়খ মুফতি সালেহীন যারাই হোক দরবার খানকা আস্তানা মাদ্রাসা মসজিদ ইসলামের নামে যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের অনিয়ম দুর্নীতি বের করতে হবে। ইসলামের নামে রাজনীতির নামে যে জুলুম হয় মানুষ নির্যাতন হয় ইসলাম অপমান হয় সে অপমান হয় তা আর করতে দেওয়া যাবে না। মানবতাহীন মানুষ কালো টাকা উত্তাপে সকল অপশক্তির মূল এবং ইসলামের রাজনীতির নামে ভন্ডামি তাই এদের প্রতি রুখে দাঁড়াতে হবে অনিয়ম দুর্নীতিবাজদের এদেশে স্থান নাই।

স্রষ্টার ডাকে সাড়া না দেওয়া পর্যন্ত এ দেশে শান্তি আসতে পারে না।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon