সোমবার, ১২ মে ২০২৫
 

বাগেরহাটে স্নাতক সমমান স্বীকৃতির দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৫

---

মো:মুন্না শেখ, বাগেরহাট প্রতিনিধি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাগেরহাটের নার্সিং শিক্ষার্থীরা।

 

সোমবার  (১২ মে) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট ও নার্গিস মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।এ সময় বক্তব্য দেন নার্সিং শিক্ষার্থী কুতুব উদ্দিন, রিয়া আক্তার , শংকরি বিশ্বাসসহ আরো অনেকে।শিক্ষার্থীরা জানান, এইচএসসি পাশ করার পর মেধাবী শিক্ষার্থীরা নার্সিং পড়ার সুযোগ পায়। এইচএসসি শেষ করার পর তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আবারো সেই এইচএসসির সমমান সার্টিফিকেট দেয়া হয়। নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান মর্যাদা দেয়া হোক। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon