সোমবার, ১২ মে ২০২৫
 

লালপুরে নারী কর্মচারীর ভিডিও ফাঁস করায় সুগার মিলের সিআইসিকে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৫

---

 

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:

 

 উত্তরবঙ্গের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নারী কর্মচারীর একাধিক অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এঘটনায় শফিউদৌলা নামে সুগার মিলের এক সিআইসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউদৌলা একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা।

অভিযোগ সূত্রে জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলে চাকুরির সুবাদে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শাফিউদৌলার। ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখে। বিষয়টি জানতে পেরে সেসময় মিমাংসা করা হয়। পরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করে। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।

এঘটনায় অভিযুক্ত সিআইসিকে সাময়িক বরখাস্ত করেছে নর্থ বেঙ্গল সুগার মিলস কতৃপক্ষ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon