সোমবার, ১২ মে ২০২৫
 

রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সবুর হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজাপুর থানা পুলিশ “অপারেশন ডেভিল হান্ট” নামের এ বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
পুলিশ জানায়, মোঃ সবুর হাওলাদারকে ২০২৪ সালের ২৯ আগস্ট ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসমাইল হোসেন জানান, “বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

মোঃ সবুর হাওলাদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, “অপারেশন ডেভিল হান্ট” চলমান একটি বিশেষ অভিযান, যা অপরাধ দমন ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের গ্রেফতারে চালানো হচ্ছে। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ বা যুবলীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon