বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম মীরবহর দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২৫

 ---

ঝালকাঠি প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহকে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ মে বিকাল ৪ টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়াবুনিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল, কিন্তু কিছু নেতাদের কারনে আমাদের কাঠালিয়াতে বিএনপি একটি বিশৃঙ্খল দলে পরিনত হয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসন ও ত্যাগী বিএনপি নেতা কর্মীদের কোনঠাসা করে সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহর এর সাধারণ সম্পাদকের পদ সহ দলীয় সকল কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।নিজাম মীরবহর বিএনপির নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করেছে,তাই তার বিরুদ্ধে দল সিদ্ধান্ত নিয়েছে।

 

এই সিদ্ধান্তকে উপেক্ষা করা যারা নিজাম মীরবহরকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম ও ভুয়া সদস্য নবায়ন ফরম বিতরন করছে তাদের বিরুদ্ধে ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। চাঁদাবাজ যাতে বিএনপিতে আর না ফিরতে পারে সেই অনুযায়ী ব্যবস্থার দাবি তোলেন বিএনপির নেতৃবৃন্দ। ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেন, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল কেন্দ্রীয় কোনো নির্দেশনা তোয়াক্কা না করে চাদাবাজী ও দলীয় শৃংখলা ভংগের অভিযোগে অভিযুক্ত রাজাপুর উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারণ সম্পাদক নাসিম আকন ও কাঠালিয়া উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারণ সম্পাদক নিজাম মীরবহরকে সাথে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন দলীয় প্রোগ্রামে তাদেরকে উপস্থিত রেখে তাদেরকে দিয়ে ভূয়া সদস্য ফরম বিতরন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

যে কারনে কাঠালিয়া -রাজাপুরের বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বিহ্মুদ্ধ হয়ে আজকের মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছেন। নেতাকর্মীদের কর্মসূচির সাথে আমি একাত্মতা পোষণ করছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon