বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

গোয়ালন্দে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ঘিরে বিএনপির বিবৃতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে ক্রম বর্ধমান মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে গত ২ মে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ বাসীর ব্যানারে অনুষ্ঠিত  ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আইয়ুব আলী খান। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের কয়েকজন এক পর্যায়ে আগামী ৭ দিনের মধ্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের আল্টিমেটাম ঘোষনা করেন। তবে এ ঘোষনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিকে মানববন্ধনের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গোয়ালন্দ উপজেলা বিএনপি।

এ বিষয়ে গত ৭ মে গোয়ালন্দ উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা বিএনপি যেরকোন ধরনের অন্যায় ও অবৈধ কাজের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। কিন্তু উক্ত মানববন্ধনের সঙ্গে বিএনপির কোনো ধরনের সংগঠন বা উপশাখা যুক্ত নয়। এ ধরনের কর্মকাণ্ডে বিএনপির নাম, ছবি ও পরিচয় ব্যবহার সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক। দলীয় ফোরামে কোন ধরনের আলাপ-আলোচনা ছাড়াই ওই কর্মসূচি পালন করে দলের কতিপয় নেতাকর্মী।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি আলোচনার নামে মানববন্ধনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন দলীয় নেতা বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের আওতায় তারা মানববন্ধনের আয়োজন করেন, যাতে দলের অনুমতির প্রয়োজন পড়ে না।
তারা বলেন, আমরা এলাকার জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য মুখ খুলেছি। এখানে কোনো দলীয় পরিচয় বড় নয়, মানুষের স্বার্থই বড়।
“আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তাই তাঁর ছবি ব্যবহার করেছি। এতে ভুল কোথায়?

তবে স্থানীয় কয়েকটি সূত্রের দাবী, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমন প্রতিবাদ আসছে, যা এলাকার বাস্তব সমস্যা থেকে নজর ঘোরানোর একটি কৌশল হতে পারে

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon