বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

সরাইল উপজেলা সমবায় অফিসারকে সভাপতি করে বিআরডিবির অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি গঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২৫

---
আব্বাস উদ্দিন, জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল  উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বি আর ডি বি) এর নিষ্ক্রিয় /অকার্যকর সমিতিকে সক্রিয় করণসহ সমিতির দৈনন্দিন ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা এবং  ১২০ দিনের মধ্যে নির্বাচন সমাপ্ত করণের লক্ষে ০৭ মে,২৫ তারিখে যুগ্ম নিবন্ধক,  বিভাগীয় সমবায় কার্যালয়,চট্টগ্রাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত অফিস আদেশ বলে সরাইল উপজেলা সমবায় অফিসারকে  সভাপতি করে উপজেলা দারিদ্র বিমোচন অফিসার  এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসারকে  সদস্য করে ০৪ মাসের জন্য অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটির নিয়োগ প্রদান করা হয়েছে ।

এ কমিটির নিকট সরাইল বাসীর প্রত্যাশা। এক সময়ে টিসিসি কে নিয়ে সরাইলের মানুষ গর্ববোধ করতো। কালের পরিক্রমায় বর্তমান প্রজন্ম টিসিসি/বি আর ডি বি/প্রজেক্ট  অফিসের কথা বললে অনেকেই চিনেনা। বড় দুঃখজনক। একসময়ে প্রজেক্ট অফিসাররা বাসায় থাকতেন। চরম অবহেলায় আজ সেই বাসভবন গুলোতে অপরিছন্ন পরিবেশে কুকুর আর ইঁদুরের আনাগোনা পরিলক্ষিত হয়।

বি আর ডি বির কোটি টাকার সম্পদ থাকলেও এগুলোর নেই কোন পরিকল্পনা মাফিক ব্যবহার, প্রাতঃবাজারে বি আর ডি বির নিজস্ব জায়গায় মাছের আড়ৎ দিয়ে এলাকার পরিবেশ করা হয়েছে, অস্বস্তিকর। অথচ সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কাজ করলে এ স্থান থেকেই বি আর ডি বি বহুগুণে লাভবান হতো।

একটি সূত্রে জানা গেছে তাদের প্রায় সবগুলো সমিতি ই নাকি অকার্যকর / নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাহলে বিগত কমিটি সমূহ এবং কর্মকর্তারা কি করেন?
এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটির গতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি কাজ করবে এটাই সরাইলের সুধীমহল আশা করছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon