সোমবার, ৫ মে ২০২৫
 

জাবি পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের ভিপি সুমন ও জিএস তারিফ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মে ২০২৫

---

জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ সেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তাজরুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ওমর হায়দার তারিফ।


শুক্রবার (২ মে) বিকালে সংসদের সাধারণ সম্পাদক ওমর হায়দার তারিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


এ কমিটির সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক দায়িত্ব পালন করবেন।


এছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরো রয়েছেন সহ-সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান আপোষ, সাংগঠনিক সম্পাদক জান্নাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইমন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক পৌষী বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোসা: তাজরীন নাহার, ক্রীড়া সম্পাদক মো: আলী হোসাইন, সহ-ক্রীড়া সম্পাদক মো: তৌকির কিবরিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: শাকিব হাসান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়ালিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো আব্দুল্লাহ আসিফ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সামিন ইয়াসার লাবিব।


পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ এর সাধারণ সম্পাদক ওমর হায়দার তারিফ বলেন, “দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আমি বিভাগের সকল শিক্ষার্থীর অধিকার ও স্বার্থ রক্ষায় সদা প্রস্তুত থাকব এবং আমাদের বিভাগকে সমৃদ্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”


পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ এর ভিপি তাজরুল ইসলাম সুমন বলেন, “পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। এই গুরুদায়িত্ব অর্পণ করার জন্য আমি আমার বিভাগের সকল ছাত্র-ছাত্রী,বন্ধু-বান্ধব ও শ্রদ্ধেয় সকল শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই আস্থা এবং সমর্থন আমার জন্য এক বিশাল প্রেরণা।

 আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের বিভাগকে আরও উন্নত এবং সমৃদ্ধ করতে পারব।

ভিপি হিসেবে আমার প্রধান লক্ষ্য থাকবে পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করা এবং তাদের একাডেমিক ও সহশিক্ষামূলক চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট থাকা। পাশাপাশি, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের একটি মঞ্চ তৈরি করতে চাই। আমাদের চারপাশের পরিবেশগত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা, সচেতনতা বৃদ্ধি করা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকলে একসাথে কাজ করব।

আমি মনে করি, ছাত্র সংসদ একটি প্ল্যাটফর্ম যেখানে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করা হয়। আমি সর্বদা আপনাদের সকলের জন্য উন্মুক্ত থাকব এবং যেকোনো সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করব।

এই নতুন যাত্রায় আমি আমার শিক্ষক, বিভাগীয় কর্মকর্তা এবং সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সকলে মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগকে একটি আদর্শ বিভাগে পরিণত করি। আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন আমার চলার পথের পাথেয় হবে। “


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon