সোমবার, ৫ মে ২০২৫
 

২৫ বছর পর রাবির নাট্যকলা বিভাগের অ্যালামনাই কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মে ২০২৫

---


রাবি প্রতিনিধি:

প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রথমবারের মতো জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে সম্মিলন ও অ্যালামনাই কমিটি গঠন করেছে।


 এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হোসাইন মারুফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল আলম খান মুন্না। ২৫ বছর পর বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণতা পাওয়ায় শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত।


গতকাল রাতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা। আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে নতুন এই কমিটি।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. সুমনা সরকার ও এস.এম. রাফজান জানি রক্সি; যুগ্ম-সাধারণ সম্পাদক, তানভীন নাফিসা মীম ও সবুজ পারভেজ; কোষাধ্যক্ষ, সারোয়ার হোসেন; সাংগঠনিক সম্পাদক, শাহরিয়ার নাজিম, আলমগীর হোসেন ও মেহেদী জামান; শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাঞ্চন রায়; দফতর সম্পাদক, শাহাদাত হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাসিবুল হাসান দীপ্ত এবং আইটি সম্পাদক, মেহেদী হাসান; ডকুমেন্টশন ও গবেষণা সম্পাদক, রিয়াজুল ইসলাম।


কমিটির সভাপতি হোসাইন মারুফ বলেন, রাজশাহী ইউনিভার্সিটি থিয়েটার ডিপার্টমেন্ট এলামনাই অ্যাসোসিয়েশন (রুটা) শুধু একটি সংগঠন নয়, এটি থিয়েটারপ্রেমী সকল এলামনাইয়ের জন্য একটি ভালোবাসার জায়গা। আমরা এই কমিটির মাধ্যমে থিয়েটার চর্চা, গবেষণা ও পারস্পরিক বন্ধনের জায়গাটি আরও সমৃদ্ধ করতে চাই।


সাধারণ সম্পাদক মাজহারুল আলম খান মুন্না বলেন, রুটা’কে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সক্রিয়, প্রাণবন্ত এবং কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon