রাবি প্রতিনিধি:
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) এর পাঁচ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি ও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শুক্রবার (২ মে) রাতে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
অ্যাডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. একরামুল হামিদ। সদস্য হিসেবে আছেন- আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে আছেন- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. দিল আরা হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল মোমেন এবং অতিরিক্ত সচিব (অব:) ড. মো. আব্দুল মান্নান।
উল্লেখ্য, গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। তবে, নির্বাচনের দাবিতে অনড় জামায়াতপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। উদ্ভুত পরিস্থিতিতে গত বুধবার (৩০ এপ্রিল) পূর্বে গঠিত নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী ও অধ্যাপক হাবিবুল হক পদত্যাগ করেন। সার্বিকভাবে রুয়া কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও সংশ্লিষ্ট ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য