মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রুপগঞ্জ ( নারায়ণগঞ্জ)প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি’র মাধ্যমে পরিবর্তন আনবোই ; রূপগঞ্জে ভূমিদস্যুতা,সন্ত্রাসীরোধে যা করার তাই করবো।
গাজীর আমল ছাড়িয়ে যাচ্ছে কথিত ক্ষমতাসীন দলের কতিপয়রা। প্রশাসন ৫ আগষ্টের মতোই চুপসে আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোলাকান্দাইলের ওয়ান ফ্যামিলি কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে আমার বাড়িতে যারা লুটপাট চালিয়েছে, তারাই আবার ৫ আগষ্টে শেখ হাসিনা পলায়নের পর একই লোকেরা আগুন সন্ত্রাসী করে আমাকে থামিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু পারেনি।
রূপগঞ্জে গাজীর মতো বহিরাগত আর গাজীর প্রেতান্মারা বিএনপির ছদ্মবেশে অপকর্ম করলে আমরা ওয়ান ফ্যামিলি তা রুখে দেব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান, কৃষকদলের রূপগঞ্জ ইউনিয়ন নেতা মোমেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য