শনিবার, ২৭ জুলাই ২০২৪
 

ঠাকুরগাঁওয়ে দুই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৪

---

মোঃ মিনহাজ আলম,ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে পহেলা জুনে ১৩শ ৬৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ৬৪৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।

এ নিয়ে আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতে খায়রুল ইসলাম জানান, ১ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার মোট ১৩৬৪টি কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ঠাকুরগাঁওয়ে ৬-১১ মাস বয়সি শিশুর সংখ্যা ২৭৬১৫ জন এবং ১২-৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ২০ লাখ ৬০৩০ জন।

তিনি আরও বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি, পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। এবং স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যত্ন প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো: ইফতে খায়রুল ইসলাম, ও ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স মেডিকেল অফিসার ডাঃ মো: আহমেদ সেলিমসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon