বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
 

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণ হচ্ছে এলজিইডি’র ৬০মিটার দৈর্ঘ্যে সেতু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩

ছবি: কণ্ঠস্বর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ হতে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের কাঁচরার বিলের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যে একটি সেতু নির্মাণ হতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের সেতুটি নির্মাণে চুক্তিমূল্য ধরা হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৩৪৩ টাকা। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।

শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

এ-উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তৃতা করেন। তিনি তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষের জন্য বর্তমান সরকারের আমলে দৃশ্যমান উন্নয়ন গুলোও তুলে ধরেন।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, সদর উপজেলা প্রকৌশলী নুরনাহার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম শাহজাহানপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তরিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon