মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
 

টুইটার-ফেসবুকের পথে এবার অ্যামাজন !

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২

---

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার পর গণছাঁটাই শুরু করেন নতুন মালিক ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষও একই পথে হাঁটে। এবার গণছাঁটাইয়ের পথে হাঁটতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করপোরেট ও প্রযুক্তিখাতের আনুমানিক ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে প্রতিষ্ঠানটি। তবে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কঠোর আর্থিক নীতি ও মুনাফার দুর্বল পূর্বাভাসের কারণে পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারদর নিম্নমুখী। সব মিলিয়ে গত ১৬ মাসে কোম্পানিটির বাজারমূল্য কমেছে এক লাখ কোটি ডলার।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon