সোমবার, ৪ আগস্ট ২০২৫
 

মধুখালীতে ব্র্যাকমাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত

JK0007
প্রকাশ: ৭ নভেম্বর ২০২২

---

হৃদয় শীলঃ মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি,

ফরিদপুরের মধুখালীতে ব্র্যাকমাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় মধুখালী ব্র্যাক কার্যালয়ে‘রয়েল ডেনিসএমব্রাসি’-ডেনমার্কের অর্থায়নে পরিচালিত‘সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ’এর আওতায় ফোরামের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্ময়কারী খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন সভাপতি ইদ্রিস আলী মোল্যা, সহসভাপতি ফিরোজা বেগম, সাধারন সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুন্নাহার বেগম, নির্বাহী সদস্য রেবেকা সুলতানা,প্রোগ্রামের মধুখালী উপজেলা সমন্ময়কারী ইসকনা পারভিনসহ সকল সদস্যবৃন্দ।

সভায় বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং তাঁদের সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon