রবিবার, ৩ আগস্ট ২০২৫
 

আশুলিয়ার কাভার্ড ভ্যান উল্টে চাপা পড়ে চালক নিহত

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২

---

সাভার প্রতিনিধি: আব্দুল কাইয়ুম,


আশুলিয়ায় পার্কিং করার সময় কাভার্ড ভ্যান উল্টে চাপা পড়ে শাহাদাত হোসেন নামে এক চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার বাইপাইলে এস কে এন্টারপ্রাইজ ট্রান্সপোর্ট নামে পরিবহনের একটি কাভার্ড ভ্যান রাখার ডিপোতে এই দূর্ঘটনা ঘটে। ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানটি পোশাক কারখানার মালামাল পরিবহন করে থাকে।

নিহত ট্রাক চালক শাহাদাত হোসেন (২৫) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা মঘুয়া গ্রামের শাহ আলমের ছেলে।

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি একটি পোশাক কারখানা থেকে মালামাল নিয়ে নিজস্ব ডিপোতে পার্কিং করার সময় গর্তে পড়ে পাশে খালের পাড়ে হেলে যায়। চালক গাড়ি থেকে নেমে দেখতে গেলে ওই সময় কাভার্ড ভ্যাটি উল্টে খালের পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে চালক শাহাদাত ঘটনাস্থলেই মারা যান।

আশুলিয়া থানার এস আই শেখ ফরিদ আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কাভার্ড ভ্যানটি উদ্ধারের চেষ্টা করছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon