বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
 

সাতক্ষীরায় মহাষ্টমী উপলক্ষে ”শারদোৎসবে বাংলাদেশ ”শীর্ষক আলোচনা সভা

JK0007
প্রকাশ: ৪ অক্টোবর ২০২২

---

সাতক্ষীরায় মহাষ্টমী উপলক্ষে ”শারদোৎসবে বাংলাদেশ ”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর সোমবার সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে সদরের মায়ের মন্দিরে এ্যাডঃ সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আই জি খুলনা রেজ্ঞ ড. খঃ মহিদ উদ্দীন বি পি এম (বার)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। কিছু মানুষ চায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক। আমি তাদের বলতে চাই বাংলাদেশ পুলিশ অত্যান্ত তৎপর আছে। তাদের শক্ত হাতে দমন করা হবে।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ- জোহরা, জেলা মন্দির সমিতির উপদেষ্টা শ্রী ধীরু ব্যানার্জী, জেলা মন্দির সমিতির উপদেষ্টা শ্রী বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ভূবন চন্দ্র সরকার।

জেলা মন্দির সমিতির সহ সভাপতি শ্রী স্বপন কুমার শীল, পূজা উৎযাপন কমিটির সদস্য সচিব করুনাময় ঘোষ কারু সহ আরও অনেকে। এছাড়া পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon